আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ছাত্রদলের

Rate this post


নারী নিপীড়ন বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটে আজ পর্যন্ত কোনো কর্মসূচি দেইনি। কিন্তু যদি এ ধরনে ঘটনা অব্যাহত থাকে, নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই- আমরা বলতে চাই, অতি শিগগরিই ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, আমরা অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের পুরো ছাত্র সমাজের অনুভূতি বোঝার চেষ্টা করুন, মাগুরার সেই শিশুটির ধর্ষকদের বিচার অতিদ্রুত সময়ের নিশ্চিত করেন। দয়া করে আজকে থেকে আরও বেশি সচেষ্ট হোন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ধর্ষণ, নারী নিপীড়নের বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করেন। অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করেন তাহলে আমরা আপনাদের দিকে আঙুল তুলতে বাধ্য হবো।

তিনি বলেন, যেভাবে ছিনতাইকারীরা সন্ধ্যা হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমনকি ছাত্রদলের নেতা-কর্মীসহ সাধারণ ছাত্র-ছাত্রীরা আক্রান্ত হচ্ছে। আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে ছাত্রদলের আমাদের ভাই অপূর্বকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। সেজন্য আমরা স্পষ্টভাবে দাবি করছি, আপনারা আইনশৃঙ্খলার দ্রুত উন্নতি করুন। আছিয়াসহ বিভিন্ন ধর্ষণ ঘটনার দ্রুততম সময়ে তদন্ত শেষ করে বিচার সম্পন্ন করুন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে সহিংসতা তৈরির কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিচারের আওতায় নিয়ে আসার দাবিও জানান ছাত্রদল সভাপতি।

ফ্যাসিস্ট আমলের নারী নিপীড়নের বিচার হয়নি উল্লেখ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, গত সাড়ে ১৫ বছর নারীর প্রতি যে নির্যাতন, নারীর প্রতি যে নির্মমতা অথবা যে গণধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কিন্তু গণমাধ্যমে খুব ফলাও করে প্রচার করা হয়নি। আপনারা দেখেছেন, ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শিষে ভোট দেওয়ার কারণে আমার বোন পারুলকে কীভাবে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা; তার বিচার নিশ্চিত হয়নি। আমরা ভুলে যাইনি সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণধর্ষণ করেছে- তার বিচার এখনো নিশ্চিত করা যায়নি। গত সাড়ে ১৫ বছর যে নারীর প্রতি নিপীড়ন, ধর্ষণ, অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেগুলো এ দেশের মানুষ ভুলে যায়নি।

See also  ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা

তিনি বলেন, আমাদের মনে হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। দেশের সব মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি। বাংলাদেশে গত সাড়ে ১৫ বছরে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেজন্য গত ৭/৮ মাসে নারীর প্রতি সহিংসতা ক্রমান্বয়ে বাড়ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নারীর প্রতি সহিংস ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘মাগুরায় কীভাবে ৮ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু এদেশের কিছু মানুষ নারীদের পোশাক নিয়ে বারবার কথা বলে আমরা দেখেছি। নারীদের পোশাকে যদি সমস্যা হতো তাহলে কীভাবে আমার বোন ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয় সেটি ছাত্রদল প্রশ্ন রাখতে চায়।’

দুই ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করে নাছির বলেন, আপনারা দেখেছেন, গত কয়েক দিন আগের নারীর প্রতি যে সহিংসতা হয়েছে তাতে কিন্তু অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি সেই ধর্ষক বা নারী নিপীড়নকারীকে তদবির করে থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছে।

তিনি বলেন, আমরা দেখেছি, নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা সে ইতোমধ্যে নারী নির্যাতনকারী হিসেবে দোষী প্রমাণিত হয়েছে তাকে পর্যন্ত সেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবে এই সরকারের স্টেকহোল্ডার দুই-একজন গুপ্ত নেতা এখনো নারী নিপীড়নের পক্ষে তদবির করছে, তাদের বিষয়ে সরকারের সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি।

নারায়ণগঞ্জের ছিনতাইকারীর হাতে নিহত অপূর্ব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান ছাত্রদল সাধারণ সম্পাদক।

দেশব্যাপী চলমান নারী ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতন, বিচারহীনতার প্রতিবাদে রাজধানীর হাইকোর্ট এলাকায় মানববন্ধনের এই কেন্দ্রীয় কর্মসূচি করে ছাত্রদল। দুপুর ১২টায় হাইকোর্টের মেইন গেটের সামনে এ কর্মসূচি হয়, চলে আড়াই ঘণ্টা।

মানববন্ধনে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য দেন।

See also  মাগুরার সেই শিশুর জন্য আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু ও তার পরিবারকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে আইনজীবী নিয়োগ করা হয়েছে। রবিবার (৯ মার্চ) বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।





Source link