যৌথ বাহিনীর অভিযান: সমন্বয়ক পরিচয় দেওয়া একজনসহ আটক ১৪

Rate this post


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক পরিচয় দেওয়া সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাঁদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার রাতে তাঁদের আটক করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, কলাবাগান থানার সমন্বয়ক পরিচয় দেওয়া সালাহউদ্দিন সালমানসহ কয়েকজন আজ রাজধানীর রাসেল স্কয়ারের একটি অফিসে গিয়ে ভাঙচুর করেন। এ সময় তাঁরা কিছু টাকাপয়সা ও চারটি কম্পিউটার নিয়ে নেন। সেনাসদস্যরা খবর পেয়ে সেখানে গিয়ে তাঁদের আটক করেন। একপর্যায়ে কলাবাগান থানা–পুলিশও ঘটনাস্থলে যায়। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারিক লতিফ প্রথম আলোকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে ১৪ জন আটক হয়েছেন। ভাঙচুর ও লুটপাট ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রথম আলো সুত্র

See also  fluminense vs flamengo 𝗘.𝗡 𝗩𝗜𝗩𝗢 HOY 𝐏𝐚𝐫𝐭𝐢𝐝𝐨 𝟐𝟎𝟐𝟓