যৌথ বাহিনীর অভিযান: সমন্বয়ক পরিচয় দেওয়া একজনসহ আটক ১৪

Rate this post


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক পরিচয় দেওয়া সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাঁদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার রাতে তাঁদের আটক করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, কলাবাগান থানার সমন্বয়ক পরিচয় দেওয়া সালাহউদ্দিন সালমানসহ কয়েকজন আজ রাজধানীর রাসেল স্কয়ারের একটি অফিসে গিয়ে ভাঙচুর করেন। এ সময় তাঁরা কিছু টাকাপয়সা ও চারটি কম্পিউটার নিয়ে নেন। সেনাসদস্যরা খবর পেয়ে সেখানে গিয়ে তাঁদের আটক করেন। একপর্যায়ে কলাবাগান থানা–পুলিশও ঘটনাস্থলে যায়। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারিক লতিফ প্রথম আলোকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে ১৪ জন আটক হয়েছেন। ভাঙচুর ও লুটপাট ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রথম আলো সুত্র

See also  মাগুরার সেই শিশুর বুকে বসানো হলো টিউব মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর জ্ঞান চার দিনেও ফেরেনি। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কর্তৃপক্ষ। সিএমএইচের চিকিৎসকরা জানিয়েছেন, বুকে প্রচণ্ড চাপ দেওয়ায় শিশুটির ফুসফুসের বিভিন্ন জায়গায় বাতাস জমে গেছে। রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত বাতাস বের করে বুকে টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে তার মস্তিষ্কেও ক্ষতি হয়েছে।