সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না : তারেক রহমান

Rate this post


সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে যাওয়া যাবে না। এমনটা ঘটলে দেশের সকল সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে।

তিনি বলেন, সংস্কারের প্রয়োজন রয়েছে। বিএনপি দায়িত্ব পেলে জনগণের চাহিদা অনুযায়ী তা বাস্তবায়ন করবে।

এ সময় তারেক রহমান বলেন, নির্বাচন ও সংস্কারের পাশাপাশি স্বাস্থ্য, বাজার ব্যবস্থা এবং নিত্যপণ্যের দাম নিয়ে ডিবেট হওয়া উচিত। নিত্যপণ্যের দাম নাগালে আনতে রাজনৈতিক দলগুলো কেন বির্তক করছে না বলে প্রশ্ন রাখেন তারেক রহমান।

তিনি বলেন, ক্ষমতায় গেলে মানুষের সমস্যা কীভাবে সমাধান করা হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে হবে।





Source link

See also  না পারলে ক্ষমতা ছেড়ে দেন : দুদু